কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপী অনুষ্ঠান
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার আয়োজনে আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শাখা উপদেষ্টা সহ-সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন ও হাসানুর রশিদ। প্রধান অতিথি ফুলকুঁড়ি আসর-এর মহৎ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও আলোকিত আগামী গড়ার এই মহৎ প্রয়াস সমাজ ও জাতিকে করেছে সমৃদ্ধ। প্রতিষ্ঠার এই মহিমান্বিত দিনে আমাদের কামনা- ফুলকুঁড়ি আসর এগিয়ে যাক আরও অনেক দূর, নতুন স্বপ্ন পূরণের পথে হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল নানা বর্ণিল ও সৃজনশীল প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা (গান, আবৃত্তি, ক্বেরাত)। সকল প্রতিযোগিতায় শিশু-কিশোর বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু-কিশোর বন্ধু তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেয়, যা পুরো আয়োজনটিকে করে তোলে এক আনন্দময় মিলনমেলা। পরে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাসরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাড. কলিম উল্লাহ মামুন, শাখা পরিচালক ইমাম হোসেন।
