তিন মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মোদকপাড়া মহল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ওই মহল্লার সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম ও মাসুম রানা রোকন। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, পুলিশ সুপার ফারুক হোসেনের দিক নির্দেশনায় গতকাল রোববার বিকালে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।