আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল রোববার সারাদেশে আন্তর্জাতিক তথ্য দিবস পালিত হয়েছে। পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত- এ প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো স্বীকৃত এই দিবসটি প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমদে মাহবুব-উল-ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান।

নেত্রকোনা : জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার প্রমুখ। বক্তারা জানান- পরিবেশ বিষয়ক তথ্যের সহজলভ্যতার এবং সঠিক ও একনিষ্ঠ তথ্য সরবরাহের উপরে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

রাজবাড়ী : জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক রাজবাড়ীর সদস্য ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

ঝিনাইদহ : সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির আয়োজনে গতকাল রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে। এতে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এনএম শাহজালাল, নাসরিন ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন সম্পর্কে সচেতন ও কার্যকর ব্যবহারে উদ্যোগ গ্রহণসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।