নদী থেকে লাশ উদ্ধার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদী থেকে জরিনা (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। গতকাল পৌরশহরের জয়কালি বাজার সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় লাল উদ্ধার করে পুলিশ। মৃত জরিনা পার্শ্ববর্তী হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী বলে নিশ্চিত করেছে এলাকার ইউপি সদস্য মঞ্জু। সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়, জরনিা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীনভাবে ঘোরাফেরা করতেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, জরিনা মানসকি ভারসাম্যহীন ছিলেন।
