সার নীতিমালা বহালের দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে নাটোরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সংবাদ সম্মেলন করেছে জেলা শাখার নেতারা।
গতকাল সোমবার দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম বলেন, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনা নিয়ে সরকার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা। বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০৮০০ ডিলার এবং হাজার হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী পড়ে আছে।
এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, ইলেকট্রিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
