ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নয়ন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খরনা রেলস্টেশনের অদূরে কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন উপজেলার খরনা ইউনিয়নের আবুল কাশেমের পুত্র বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস খরনা স্টেশন অতিক্রম করার পর নয়ন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।