সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত বাসে আগুন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শ্যামপুর নামকস্থানে বাসচাপায় মাদ্রাসা ছাত্র কাওসার আলী (১৬) নিহত হয়েছে। এ কিশোর নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। সে ওই উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে এবং স্থানীয় মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল সোমবার সকালে ওই কিশোর বাই সাইকেলযোগে বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা আঁখি পরবিহন নামে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে কিশোর কাওসার আলী ঘটনাস্থলেই নিহত হয় এবং বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয়।