ঈশ্বরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসটি উদযাপন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে পোষা প্রাণীর ফ্রি ভ্যাক্সিনেশন কার্যক্রম। সকাল সাড়ে নয়টায় প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। এরপর পোষা প্রাণীর ফ্রি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। এ সময় অনেক নারী পুরুষ তাদের পোষা বিড়াল নিয়ে এসে ভ্যাকসিনেশন করান। ঈশ্বরদী শেরসাহ রোডের ভাড়া বাসা থেকে বিদেশি পার্শিয়ান জাতের তিনটি পোষা বিড়াল ভ্যাক্সিনেশনের জন্য নিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পে আয়েশা নূর।
তিনি জানান, দুই বছর আগে ঢাকা থেকে বড় বিড়ালটি ক্রয় করেন ১৫ হাজার টাকায় এবং ছোট দুইটি ক্রয় করেন ১৪ হাজার টাকায়। তিনি পোষা এই বিদেশি পার্শিয়ান জাতের বিড়ালকে প্রতিদিন মাছ, মুরগির মাংস, মিষ্টি কুমড়া ও আলু খাবার দেন।
এছাড়াও তিনি দোকান থেকে প্যাকেটজাত মাছ-মাংস, লিকুইড প্যাকেট, ড্রাই ফুড, চকলেট খেতে দেন। টয়লেটের জন্য কেট লিটার ব্যবহার করেন। এতে তার প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকা এই বিদেশি জাতের বিড়ালের জন্য খরচ হয়। বাচ্চাদের শখের জন্যই তিনি বিড়াল পালন করেন।
