আদমদীঘিতে জামায়াতের সাধারণ সভা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ওয়ার্ড ইউনিট ও যুব কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় আদমদীঘির উজ্জলতা উদয়ন বাংলা ক্লাব প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে কমিটি গঠনকল্পে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী। ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, ভাইস প্রিন্সিপাল (অব.) আলী হাসান, মাওলানা আসাদুল হক, মাহবুব রহমান, রেজাউল ইসলাম, আল আমিন প্রমুখ। সভা শেষে আলহাজ আব্দুল কুদ্দুসকে সভাপতি আব্দুল মান্নানকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট আদমদীঘি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউনিট কমিটি এবং হাসান সাখিদারকে সভাপতি ও বেলাল হোসেনকে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট জামায়াতে ইসলামীর যুব কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এছাড়া সভায় উজ্জলতা গ্রামের প্রায় শতাধিক লোকজন জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রানিত হয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
