ভালুকায় দুর্ঘটনা রুখতে প্রয়োজন ফুটওভার ব্রিজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শিল্প নগরীখ্যাত ভালুকা উপজেলার সড়কগুলো দিন দিন ব্যাস্ত এবং বিপজ্জনক হয়ে উঠছে। প্রতিদিন হাজারো পথচারী জীবনের ঝুঁকি নিয়ে ব্যাস্ত সড়কগুলো পার হচ্ছেন। ফলে দুর্ঘটনার হারও আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনেক পথচারী মারা গেছেন, আবার অনেকেই হয়েছেন পঙ্গু। এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। অন্যদিকে চালকরা দাবি করছেন দলবেঁধে মানুষ রাস্তা পার হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

যানজট, সড়কে বিশৃঙ্খলা এবং পথচারীদের অনিরাপত্তা- এই তিনটি বিষয় ভালুকার মতো একটি ব্যাস্ত শহরে নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

এই সমস্যা সমাধানে ভালুকার কিছু গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে থানার মোড়, পাইলট উচ্চ বিদ্যালয় মোড়, ভালুকা সরকারি কলেজের সামনে, ভরাডোবা বাসস্ট্যান্ড, সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টার বাড়ি, হাজির বাজার, উথুরা বাসস্ট্যান্ড এলাকা উল্লেখযোগ্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। এ সময় কয়েকজনের সঙ্গে কথা হয়, তারা বলেন- ফুট ওভারব্রিজ থাকলে আমরা এমন করে রাস্তা পারাপার হতাম না। পৌর এলাকার বাসিন্দা ওয়াকিল মিয়া দৈনিক আলোকিত বাংলাদেশকে জানান, আমার রাস্তা পারাপার হওয়াটা ভয় লাগে, ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যেন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফুট ওভারব্রিজ দেয়।

আহসান ইসলাম ইউসুফ নামে এক পথচারী বলেন, ভালুকার বেশ কিছু পয়েন্টগুলোতে ফুট ওভারব্রিজ অনেক গুরত্বপূর্ণ। যেমন, পাইলট উচ্চ বিদ্যালয় মোড়, ভালুকা সরকারি কলেজের সামনে উল্লেখযোগ্য এলাকা। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়টির প্রতি জনস্বার্থে বিশেষ নজর দেবেন। ভরাডোবা বাসস্ট্যাড এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম হাবিবী জানান, অনেক কষ্ট করে রাস্তা পারাপার হতে হয়।

মনে আতঙ্ক ও ভয় কাজ করে। আজ যদি ফুট ওভারব্রিজ থাকত তাহলে চিন্তা থাকত না। আমাদের দাবি ভরাডোবা স্টেশনে যেন অতি দ্রুত একটা ফুট ওভারব্রিজ তৈরি করে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ দৈনিক আলোকিত বাংলাদেশকে বলেন, এরইমধ্যে বিষয়টি জানান হয়েছে এবং জেলা সমন্বয় সভার সিদ্ধান্তে অনুমোদন পূর্বক মন্ত্রণালয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে।