পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পানিতে ডুবে রাজ ঘোষ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাজ ঘোষের বাড়ি পাশের সরাইল উপজেলার কালিগুচ্ছ গ্রামে। সে অর্জুন ঘোষ ও মৌসুমি রানী ঘোষ দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে রাজ ঘোষ মামার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটিতে বেড়াতে আসে। গতকাল সকাল ৯টার দিকে বাড়ির পাশে সুনীল মেম্বারের বাড়ির ঘাটে নদীতে গোসল করতে নামে রাজসহ চার শিশু। এ সময় ডুবে যাওয়ার আশঙ্কায় তারা চিৎকার করলে দুইজন মহিলা আনসার সদস্য নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তিন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রাজ ঘোষকে আর উদ্ধার করা যায়নি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুপসদী মাহবুবুর রহমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ ঘোষকে মৃত ঘোষণা করেন।
