সাতক্ষীরায় পরামর্শ সভা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জনপ্রতিনিধি, শিক্ষক, নাগরিক কমিটির সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যের সমন্বয়ে স্থানীয়দের চাহিদা নিরুপনে নির্বাচনি ইশতেহার-২০২৫ শীর্ষক উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করে, প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শফিক-উ-দ্দৌলা সাগর, টিআইবি সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সভাপতি হেনরী সরদার, একশনএইড প্রতিনিধি সুইট খান, ইয়ুথ সভাপতি সাকিব হাসান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ।