বিএনপির মতবিনিময় সভা

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, চাঁন মিয়া চানু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সদস্য বাবুল সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ প্রমুখ।