বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাথপাড়া সার্বজনীন পূজামণ্ডপসংলগ্ন বাণী ক্লান্ত মহাজন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ স্থানীয় বাসিন্দা সুজিত কুমার নাথের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সুজিত কুমার নাথের বসতঘরে জানালা বিদ্যুতায়িত হয়ে পড়লে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন পপি রানী নাথ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।