কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নারী-শিশুসহ দুজনের মৃত্যু
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবে মা-শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ। গত মঙ্গলবার রাতে উপজেলার গুলশাখালী থেকে আত্মীয় বাড়ি বেড়ানো শেষে ফেরার পথে হঠাৎ ঝড়ে ছোট একটি জালের নৌকা ডুবে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই একজনকে জীবিত উদ্ধার করা হয় এবং এক শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। তবে একই রাত থেকে নিখোঁজ ছিলেন শিরিন আক্তার (৪০) ও তার ছেলে মাসুম (৫)। গতকাল বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিরিন আক্তারের লাশ উদ্ধার করে। তবে তার ছেলে মাসুম এখনও নিখোঁজ রয়েছে। লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, সকালে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। শিরিন আক্তারের লাশ উদ্ধার করা হলেও তার শিশু সন্তান মাসুম নিখোঁজ রয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় শিক্ষক মো. সোহেল কবির বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি নৌকা নিয়ে আত্মীয় বাড়িতে যান। ফেরার পথে ঝড়ে পড়ে নৌকাটি ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।
