সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত পার হওয়ার সময় আটক পাঁচ নারী ও ছয় শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তারা সবাই খুলনার কয়রা ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির হাতে তুলে দেয়। বিজিবি রাতেই জিডি করে তাদের সাতক্ষীরা সদর থানায় পাঠিয়ে দেয়, যেখানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। তারা জানায়, সাধারণত কাজের সন্ধানে বা আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার উদ্দেশে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়।
বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। পরদিন বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত ১৫ জন বাংলাদেশি নাগরিকের নাম পরিচয় যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
