মুরাদনগর বাজার সুরক্ষায় ইউএনওর তদারকি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাজ্জাদ হোসেন, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর বাজারে একের পর এক চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অবশেষে সেই উদ্বেগের অবসান ঘটাতে সরাসরি মাঠে নামলেন উপজেলা প্রশাসন। বাজারের নিরাপত্তা নিশ্চিত এবং চুরির ঘটনার স্থায়ী পুনরাবৃত্তি রোধের জন্য এক জরুরি পদক্ষেপ হিসেবে নৈশ প্রহরীদের প্রতি ‘অতি সতর্ক’ থাকার কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান নিজে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তদারকি করেন। তিনি সরাসরি নৈশ প্রহরীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্বের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। ইউএনও কঠোরভাবে জানিয়ে দেন, প্রহরীদের সামান্যতম গাফিলতিও এখন থেকে সহ্য করা হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এবং মুরাদনগর থানা পুলিশের প্রতিনিধি এসআই জালাল উদ্দিনসহ পুলিশের একটি দল। প্রশাসনের এই উচ্চপর্যায়ের যৌথ উপস্থিতি বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নৈশ প্রহরীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় কোনোভাবেই যেন টহল বন্ধ না করা হয়। সন্দেহভাজনদের নজরদারি : বাজারের আশপাশে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার পাশাপাশি থানা পুলিশকে জানাতে হবে। বাজার ও তার সংলগ্ন এলাকাগুলোতে পর্যাপ্ত আলো জ্বালানো আছে কি না, সেদিকে নজর রাখতে হবে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ইউএনও মো. আব্দুর রহমান বলেন, ‘বাজার আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। প্রহরীদের মনে রাখতে হবে, তাদের সতর্কতা শুধু একটি চাকরি নয়, ব্যবসায়ীদের সম্পদ রক্ষার পবিত্র দায়িত্ব। চুরির ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসন ও পুলিশ কঠোর নজরদারি বজায় রাখবে। স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, প্রশাসনের এই উদ্যোগের ফলে মুরাদনগর বাজারে দ্রুতই চোরমুক্ত ও নিরাপদ পরিবেশ ফিরে আসবে।
