নীলফামারীতে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বপ্না আক্তার, নীলফামারী
নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন। প্রধান অতিথি ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুল হক শাহ্ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। বিশেষ অতিথি সহ-সভাপতি নুর মোহাম্মদ বলেন, শারদীয় দুর্গাপূজায় সামান্য সহযোগিতা দিয়েও আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আনন্দে শামিল হতে চাই।
