‘নারীর অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র এগোতে পারে না’

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো কিছুর উন্নতি হয় না। তাই নারীদের অংশগ্রহণ ছাড়া এই সমাজ, এই রাষ্ট্র কখনও এগোতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব। গত বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট হাজিরহাট উপকূল সরকারি কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। তানিয়া রব লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের সহধর্মিনী। তিনি এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী।

তানিয়া রব বলেন- নারীদের সম্মান, অধিকার ও প্রয়োজনীয়তা আমাদের সমাজ খুবই বিচ্ছিন্নভাবে দেখে। সমাজ এখনও নারীদের প্রয়োজনীয়ভাবে দেখতে শেখেনি।

অথচ, একজন নারী যদি সন্তানের যত্ন না নিতো, তার স্বামী-সংসারের দেখভাল না করত, তাহলে পুরুষেরা কোথায় যেতো? সমাজে নারীদের কথা বলার অধিকারকে নারীবাদ বলে তাচ্ছিল্য করা হয়। এটা নারীবাদ নয়, এটা আমাদের প্রয়োজন। আমরা চাই নারীরা যোগ্যতা অনুযায়ী সমাজের সবস্তরে, সব পদে জায়গা পাক। সেটার জন্যই আমরা কাজ করছি।

তিনি বলেন, আমাদের নারীরা হতে পারে গ্রামের, কিন্তু তারা কেন কম সম্মান পাবে? এটা আমাদের সমাজের একটি বড় ব্যাধি। তারা যদি যোগ্য হয়, ঠিক জায়গায় থাকে, তবে পিছিয়ে থাকবে কেন? এই বৈষম্য থেকে মুক্তির জন্যই আমরা কাজ করছি। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আপনারাও যেন এই জায়গায় এসে কথা বলতে পারেন, আমি সেটাই চাই। আমি নারীদের ক্ষমতায়নের জন্য লড়াই করছি। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, যদি আপনারা একজন নারী প্রতিনিধি হিসেবে আমার পাশে থাকেন, তাহলে আমরা আরও এগোতে পারব। মনে রাখবেন, নারী-পুরুষের মধ্যে কোনো কম-বেশি নেই, সমতার ভিত্তিতে আমরা সবাই সমান। নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তানিয়া রব বলেন, শুধু রামগতি-কমলনগরে নয়; সারা বাংলাদেশে একটি সংকটময় সময় যাচ্ছে। সেই সংকট থেকে দেশটাকে বাঁচাতে নির্বাচনের দরকার। নির্বাচিত সরকার গঠন ছাড়া চলমান সংকট দূর করা যাবে না।

উপজেলা নারী জোটের নেত্রী ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে ও জেরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেএসডির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেএসডির কমলনগর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, ঢাকা জেলা নারী জোটের সভাপতি ফারজানা দিবা, যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল ও আক্তার হোসেন প্রমুখ। সমাবেশে ইয়াসমিন আক্তারকে সভাপতি, জেরিন আক্তারকে সাধারণ সম্পাদক ও রৌশনারা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা নারী জোটের কমিটি ঘোষণা করা হয়।

সভা শেষে তানিয়া রব উপজেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে নগদ অর্থসহ অন্যান্য উপহার তুলে দেন।