‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে কঠোর আন্দোলন’

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে আমরা কঠোর আন্দোলনে যাব। গতকাল বৃহস্পতিবার বাউফল হাসপাতাল রোডের ফরিদ উদ্দিন প্লাজায় অনুষ্ঠিত এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এনসিপি প্রতিষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে জনগণ সহজে আমাদের প্রতীক চিনতে পারে এবং ভোট দিতে পারে। তাই এমন একটি প্রতীক চাই যা মানুষ সহজেই জানবে। এটি আমাদের শাপলা গ্রহণের কারণ। শাহিন আরও বলেন, জাতীয় প্রতীক হিসেবে শাপলা এককভাবে স্বীকৃত না-ও হতে পারে। কিন্তু আমরা একটি ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইলেকশন কমিশন যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে এনসিপিকে শাপলা প্রতীক না দেয় এবং পক্ষপাতিত্ব করে, তাহলে আমাদের কঠোর আন্দোলন ও ইলেকশন কমিশন ঘেরাও চালানোর মতো সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে।

তিনি বলেন, শাপলা প্রদানে অস্বচ্ছতা ও পক্ষপাত আমরা দেখতে পাচ্ছি। এটি আইন ও ন্যায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ইলেকশন কমিশন যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপিকে শাপলা না দেয় তাহলে আমাদের কঠোর আন্দোলনের দিকে যেতে হতে পারে এবং ইলেকশন কমিশন ঘেরাও দেওয়া হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মু. ফারুকুল ইসলাম মিলন, পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ বশির উদ্দিন এবং ডা. সাইমুম আহমদ প্রমুখ।