গাছে উঠে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নারিকেল গাছে উঠে বিদ্যুৎস্পর্শে সিফাত (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নারিকেল গাছে ওঠে সিফাত। শেষ মুহূর্তে হাতে থাকা দা দিয়ে একটি কাঁচা ডাল কাটতে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে সঙ্গে সঙ্গে পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ গাছ থেকে নামিয়ে আনে। পরিবারের সদস্যরা জানান, সিফাত কিশোরগঞ্জ সদর থানাধীন সিদ্দিকিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার হেফজখানার নিয়মিত ছাত্র ছিল। গত ১ অক্টোবর বোনের বিয়েতে অংশগ্রহণের জন্য বাড়ি এসেছিল সে।