ভাতিজির জামাইয়ের কোদালের কোপে চাচাশ্বশুর নিহত

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে ভাতিজির জামাইয়ের কোদালের কোপে চাচাশ্বশুর নিহতের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুকতু মিয়া (৭০) ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ কলাপাড়া গ্রামে শ্বশুর বাড়িতেই বসবাস করেন।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, কয়েকদিন আগে নিহত মুকতু মিয়ার নববিবাহিত ছেলের বউ কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে গেছে। এ বিষয় নিয়ে মুকতু মিয়ার ছোট ভাই মফিজ মিয়া রাগান্বিত হয়ে বড় ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি করছিল প্রায় প্রতিদিনই। গতকালও তাদের মধ্যে তর্ক শুরু হয়।

ওসি আরও জানান, এ সময় তাদের পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। এক পর্যায়ে সোহেল মিয়া শ্বশুরের পক্ষ নিয়ে হাতে কোদাল দিয়ে চাচাশ্বশুর মুকতু মিয়ার মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। মুমূর্ষু অবস্থায় মুকতু মিয়াকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কাজ চলমান রয়েছে জানিয়ে ওসি আলমগীর কবির আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।