সাবেক এমপি মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা-৫ (পূর্বধলা-ধোবাউড়া) আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ ডা. মোহাম্মদ আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম ডা. মোহাম্মদ আলীর নিজ বাসভবনে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মরহুমের সহধর্মিণী অধ্যক্ষ রাবেয়া আলী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী অংশ নেন। এছাড়া বিএনপির বিভিন্ন গ্রুপের নেতারা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
