বিশ্ব হাসি দিবস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন এর আর্থিক সহযোগিতায় এবং শিশুর হাসি সামাজিক সংস্থা ও গুড হিল হাসপাতালের সার্বিক আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুরে গুড হিল হাসপাতালের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন উদ্বোধন করেন বর্ণাঢ্য র‌্যালির। পরে র‌্যালিটি সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল রোডের মাথায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে হাসপাতালের ৫ম তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট চিকিৎসক ডা. এমএ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সৈয়দ কামরুল হাসান ও ডা. কর্নজিৎ মজুমদার * আলোকিত বাংলাদেশ