সরাইলে আঞ্চলিক ঐক্যের মতবিনিময়

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও পানিশ্বর চার ইউনিয়নের আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ আখতার হোসেন। গতকাল শনিবার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভাটি অঞ্চলের চার ইউনিয়নের জনপ্রতিনিধি, বিএনপি, যুবদল ও কৃষকদলের বেশ কয়েকজন নেতাসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত উপজেলার ভাটি অঞ্চলের মানুষ আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রদানের অঙ্গীকার করেন এবং বিএনপি নেতা আখতার হোসেনের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।