‘বিএনপির নামে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
একটি গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, তারা বলছে বিএনপি এটা করবে, ওটা করবে- কিন্তু বাস্তবে তারাই দেশে অশান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেট সংলগ্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ওপর ৩১ দফা কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, ফ্যাসিবাদরা দীর্ঘ ১৬ বছর দেশ চালিয়ে দেশের অবস্থা একেবারেই খারাপ করে দিয়েছে।
