নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার কালিগঙ্গা নদীর পাড়ে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এ মনববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন ধরে কালিগঙ্গা নদী থেকে বালু ইজারাদাররা বেআইনিভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ করে আসছিল এলাকাসি। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়নের সর্বস্থরের জনগণ অংশগ্রহণ করেন। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার ফলে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন ভিটেবাড়ি, ফসলি জমি নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। অত্র ইউনিয়নটি এখন মানচিত্র দিয়ে হারিয়ে যাওয়ার হারিয়ে যাবার পথে। এ কারণে নিরুপায় হয়ে এরই প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধন কর্মসূচিতে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।