সরাইলে তরুণ দলের নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় অরুয়াইল ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক ফারুক আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা তরুণ দলের সদস্য সচিব উজ্জ্বল আহমেদ মুন্সী স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে ওই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট স্ব-শরিরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ, ফারুক আহমেদ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার যথেষ্ট তথ্য প্রমাণাদি রয়েছে। এতে সরাইল উপজেলা তরুণ দলকে নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যেকারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা তরুণ দলের নির্দেশক্রমে ফারুক আহমেদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। এদিকে কারণ দর্শানোর এই নোটিশের অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী তরুণ দল এবং সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন বিএনপির দপ্তরে পাঠানো হয়েছে।
