পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে।
নিহতরা হলো- উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) এবং একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪)।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাছুম বিকালে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন মাইকিং ও খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পাশের বাড়ি নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের চাপিতলা নুরজাহান মেডিকেলে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
