মোহনগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন উপজেলার জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। নিহতের শ্যালিকা চায়না আক্তার বলেন, বিকালে গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।