চান্দিনায় প্রশাসনের উদ্যোগে খাল উদ্ধার

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় সরকারি খালটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকাল থেকে উপজেলার মহিচাইল বাজার সংলগ্ন ওই খালটি উদ্ধারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

এ সময় এক্সাভেটর (ভেকু) দিয়ে ১৭৮ ফুট দৈর্ঘ্য, ১৭ ফুট প্রস্থ ও অন্তত ৮ ফুট গভীরতায় খালটি খনন করে পুকুরের সঙ্গে যুক্ত করা হয়। এতে প্রায় এক যুগ পর পুকুরের পানি নিস্কাশনের পথ উন্মুক্ত হয়। জলাবদ্ধতার দুর্ভোগ ও পুকুরের পাড় ধসের ভয়াবহ পরিস্থিতি থেকে স্বস্তি ফিরে আসে।

চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- উপজেলার মহিচাইল বাজারের পাশে পুকুর সংলগ্ন খাল ভরাট করে সমিল ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগ দেখা দেয়। এ বিষয়ে আমরা মহিচাইল উচ্চ বিদ্যালয় থেকে একটি একটি লিখিত অভিযোগ পাই এবং কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেই সুবাদে গতকাল খালটি উদ্ধার কাজ শুরু করি। অভিযানকালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাবুল দাস, চান্দিনা থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল বাজার, মহিচাইল উচ্চ বিদ্যালয় ও মহিচাইল জোবেদা মমতাজ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরের সংযোগ খাল ভরাট করে সমিল ব্যবসাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। খালটি ভরাট করায় বর্ষা মৌসুমে মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আশপাশের বাড়ি-ঘরে জলাবদ্ধতা দেখা দেয়। পুকুরের পাড় ধসে মাধাইয়া-নবাবপুর সড়ক নষ্ট হয়ে যায়। জনদুর্ভোগের এ চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।