মুকসুদপুরে ৩১ দফার প্রচারণা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মিয়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জলিরপাড় ইউনিয়নে এই কর্মসূচির নেতৃত্ব দেন সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া ও সক্রিয় স্থানীয় নেতারা। দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রম চালানো হয়। গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং দলের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। নেতারা দেশের বর্তমান সংকটময় প্রেক্ষাপটে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এই রূপরেখা অনুসরণ করা অপরিহার্য। লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি চিন্তা হরন মন্ডল, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলাউদ্দিন মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুবোধ মন্ডল, শহীদ মিনা, আক্কাছ তালুকদার প্রমুখ।
