গ্রাহকদের টাকা নিয়ে ভুয়া এনজিও উধাও
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে সমাজকল্যাণ সমিতি নামে এক ভুয়া এনজিও গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। গত রোববার দুপুরে গ্রাহকদের ঋণ দেওয়ার কথা বলে অফিসে আসতে বলেন গ্রাহকদের। যথারীতি যাহারা গ্রাহক সঞ্চয়ের টাকা জমা দিয়েছে তারা এক এক করে মনিকা রানী শীল, রীনা বেগম, মো. বাদল, বাচ্চু মোড়ল, মো. দুলালসহ ১০-১৫ জন গ্রাহক অফিসে জড়ো হয়। এরমধ্যে সমিতির ম্যানেজার শামীম ও ফিল্ড অফিসার আনিস তাদেরকে আশ্বাস দেন সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আপনাদের ঋণ দেওয়া হবে। এরআগে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১ লাখ টাকার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচজনের একটি গ্রুপ তৈরি করতে বলেন তারা।
প্রতি গ্রুপ থেকে ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার টাকা করে সঞ্চয় জমা দিতে বলেন। যথারীতি গ্রাহকরা সঞ্চয় জমা দেওয়ার ২ দিন পরেই তাদেরকে ঋণ দেওয়া হবে বলে গত রোববার অফিসে আসতে বলেন। উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মোড়সংলগ্ন যুবরাজ হোসেনের বাসায় অফিস ভাড়া নিয়ে প্রতারক চক্র অফিস পরিচালনা করেন। গ্রাহকদের এই অফিসেই তারা ঋণ দেওয়ার কথা বলে আসতে বলেন। গ্রাহকরা বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করে ম্যানেজার মো. শামিম ও ফিল্ড অফিসার মো. আনিসের দেখা না পেয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরে অঞ্জনা রানী বাদী হয়ে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করেন, তাদের প্রত্যেকের কাছ থেকে ৮-১১ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় নিয়েছে সমিতি। এখন তারা ঋণ না পেয়ে অসহায় অবস্থায় রয়েছে। এনজিও কর্মকর্তাদের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, কোনো ঘর মালিক অফিস কিংবা কোনো ব্যক্তির কাছে ঘর ভাড়া দিতে হলে বিধি মোতাবেক চুক্তিপত্র এবং তাদের জাতীয় পরিচয় পত্র নিয়ে ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
