জেলেদের চাল বিতরণ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনী জেলার সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নের ২৭৫ জন জেলের মাঝে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় প্রায় সাত টন চাল গতকাল মঙ্গলবার সকালে বিতরণ করা হয়।

সোনাগাজী সদর ইউনিয়নে চাউল বিতরণ করেন প্রশাসক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি সচিব মোহাম্মদ আবদুল হালিমসহ নেতারা।

আমিরাবাদ ইউনিয়নের জেলেদের মাঝে চাউল বিতরণ করেন প্রশাসক ও উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রফিক উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা খায়রুল বাশার, আমিরাবাদ ইউপি সচিব নুরুন নাহার বুবলী। চরচান্দিয়া ইউনিয়নে চাউল বিতরণ করেন উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা খায়রুল বাশার প্রমুখ। সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।