জেইউজে নির্বাচনে অংশ নিচ্ছেন ১৬ জন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি
আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠেয় সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচনে ৮টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন।
এদিন নির্ধারিত সময়ের মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সভাপতি প্রার্থী আকরামুজ্জামান ও এম আইউব, সহ-সভাপতি পদে কাজী রকিবুল ইসলাম ও বিএম আসাদ, সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে এমএআর মশিউর তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক ও মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন, কার্য নির্বাহী সম্পাদক পদে এমএ রহমান ও হানিফ ডাকুয়া প্রার্থী হয়েছেন। ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। এর আগে গত সোমবার ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। পরে মনোনয়নপত্র জমা দেন ১৮ জন।
