মগড়া নদী দখল ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মগড়া নদী দখল ও দূষণ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজনে এআরএফবির সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস অ্যান্ড প্রোমোটিং জাস্টিস প্রকল্পের আওতায় ‘মগড়া নদী দখল ও দূষণ রোধ শীর্ষক করণীয় বিষয়ক এ আলোচনা সভায়এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।

প্রধান অতিথি বলেন, দখল ও দূষণ এ মগড়া নদীর প্রধান সমস্যা, আমরা সবাই যদি একসঙ্গে কাজ না করি, সোচ্চার না হই তাহলে দখলদাররা দখল করে যাবে। এ সরকার নদী দখলমুক্ত করার জন্যে সোচ্চার। এরইমধ্যে এ নদীকে বাঁচানোর জন্যে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আলোচনা সভার মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।