বিএনপির বিক্ষোভ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত ২ জুলাই রাতে নিখোঁজ হন গণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম। প্রায় তিন মাস পর, ২৭ সেপ্টেম্বর একই ইউনিয়নের বিরান্দরি বিল থেকে উদ্ধার হওয়া এক কঙ্কালকে শামীমের বলে দাবি করেন তার পরিবার ও স্থানীয়রা।