সারা দেশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আলোচনা সভা, র্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিয়ে গতকাল বুধবার সারাদেশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ বারের প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু-স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
গোপালগঞ্জ : জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আফসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রতিটি কন্যাশিশু সুন্দর আগামীর স্বপ্ন দেখে। বাস্তবতায় কন্যাশিশুরা এখন স্বপ্ন গড়তে পারে। আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুরা অধিকার বঞ্চিত হচ্ছে। কন্যাশিশুদের সব ক্ষেত্রে সুবিধা দিলে তারাও দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারবে, আমাদের সমাজকে এগিয়ে নিতে পারবে।
মুন্সীগঞ্জ : দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণে কন্যা শিশুদের সঙ্গে নিয়ে রং বেরঙের বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে দিবসের উদ্বোধন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাসহ দেওয়ান হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে কন্যাশিশুদের অবহেলা না করে সমতা বিধানের নিশ্চয়তা করতে হবে, যার শুরু হবে পরিবার থেকে। সমাজের সব স্তরে কন্যাশিশুদের শিক্ষার পাশাপাশি ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে।
কলমাকান্দা (নেত্রকোনা) : দিবসটি কলমাকান্দায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন ও শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাঘাটা (গাইবান্ধা) : দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ছামিউল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির ইব্রাহীম হোসেন, ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার প্রমুখ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দলনেত্রী মরিয়ম আক্তার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ইখতিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসেন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম শহিদুল ইসলাম প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবসউপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার, উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মনজুরুল হক, এনসিপি ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ।
তাড়াইল (কিশোরগঞ্জ) : দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস- উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কুতুব উদ্দীন আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। সঞ্চালনায় করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই কামাল আহমেদ, পল্লী জীবিকা প্রকল্পের ব্যবস্থাপক কমলিকা দেব, সাংবাদিক এসএম সারোয়ার খোকন প্রমুখ।
বক্তারা বলেন, কন্যা শিশুরা আজ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের স্বপ্ন, সাহস ও মেধাকে মূল্যায়ন করে সমাজে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ইউএনও আমেনা খাতুন বলেন, কন্যা শিশুরা আমাদের ভবিষ্যতের শক্তি। তাদের শিক্ষায়, নিরাপত্তায় ও আত্মবিশ্বাসে বিনিয়োগ করলেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ বাংলাদেশ।
দেবহাটা (সাতক্ষীরা) : দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা হাইস্কুলের অফিস সহায়ক আফসার আলী, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবা আফরিন তুলি, দেবহাটা হাইস্কুলের শিক্ষার্থী হ্নঝিতা দে প্রমুখ।
