জেলেদের মাঝে চাল বিতরণ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় ১,৪৫৫ জন জেলেকে খাদ্য প্রণোদনার অংশ হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ জেলের চাল বিতরণ করা হয়। এদিকে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গা নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মা ইলিশ সংরক্ষণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে টহল হোড়দার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও মৎস্য বিভাগ চলতি মাসের ৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সব ধরনের মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের ২৫ কেজি করে বাঁশবাড়িয়ার ১,৪৫৫ জন জেলেকে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, ট্র্যাক অফিসার ও উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো, সবুজ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, ইউপি সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রমুখ। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, আমার এ ইউনিয়ন তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী ভাঙনকবলিত এবং জেলে পরিবার। নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য প্রণোদনা দেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার সময়ে এনজিও’র ঋণের কিস্তি বন্ধ থাকলে জেলেদের এত চিন্তায় পড়তে হত না।
