দাউদকান্দিতে বীজ ও সার বিতরণ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শশার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৯ ইউনিয়নের কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার মো. আরেফিন হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার এসএম আসিফ মাহমুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলমসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার নিগার সুলতানা জানান, ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন মধ্যে ৯ ইউনিয়নে ও ১২৫ জন কৃষক-কৃষানিদের মাঝে রাসায়নিক সার, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশার বীজ, রাসায়নিক সারের মধ্যে ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে।