ভিক্ষুকের কাছে মিলল দুই বস্তা টাকা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার ভিক্ষুক সালেহা বেগমের (৬৫) কাছে জমানো দুই বস্তা টাকা উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি প্রায় ৩ যুগ ধরে এলাকার বিভিন্ন স্থানে ভিক্ষা করে আসছেন। থাকেন সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় । নিজের প্রয়োজনেও কখনও টাকা খরচ করতেন না। ভিক্ষুকের একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন, মা আমাদের সঙ্গে থাকতো না, একাই থাকতো। মা এখন অসুস্থ হয়ে পড়েছে এবং তার কাছে রক্ষিত প্রায় আড়াই লাখ টাকা পাওয়া গেছে। এ টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে। আর মেয়র জামাই রিকশা চালক শহিদুল ইসলাম বলছেন, আমার শাশুড়ি অসুস্থ রয়েছে। তার চিকিৎসার বিষয়ে কথা বললে রক্ষিত টাকা ব্যয় করতে অস্বীকার করছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী গিয়ে তার কাছে রক্ষিত টাকাগুলো উদ্ধার করা হয় এবং এলাকার সবাই মিলে তার এ টাকা গুণছেন।
এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর শাহরিয়ার আহমেদ শিপু বলেন, ওই ভিক্ষুক দীর্ঘদিন ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ। রক্ষিত টাকাগুলো দিয়ে তার চিকিৎসার জন্য এখন ব্যয় করা হবে বলে সবাই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ওই ভিক্ষুক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার একটি কজি অ্যান্ড হাই স্কুলের পেছন থেকে ভিক্ষুক সালেহার (৬৫) কাছে জমানো দুই বস্তা টাকা পাওয়া গেছে।
