চট্টগ্রামে ছেলে হত্যায় মা গ্রেপ্তার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে আলোচিত কামরুল হাসান কাউসার (২১) হত্যা মামলার নিহতের মা হামিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। নিহত কাউসারের নানী ফরিদা বেগম বাদী হয়ে ভূজপুর থানায় নিজ মেয়েকে (হামিদা বেগম) নাতি হত্যার প্রধান আসামি করে মামলা করেন। পুলিশ ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হামিদা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে সোপর্দ করে। ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন। নিহত কাউসারের নানী ফরিদা বেগম বলেন, সে মা হয়ে ছেলেকে হত্যা করেছে, এমন জঘন্য কাজ পৃথিবীতে আর হতে পারে না। স্বামী প্রবাসে থাকার সুযোগে সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। করিম নামের এক সিএনজি চালকের সঙ্গে তার সম্পর্ক ছিল। আমরা আগেও সন্দেহ করেছিলাম, কিন্তু মেয়ে বলে চুপ ছিলাম। এখন নিশ্চিত হয়েছি সেই করিমের সঙ্গেই আমার মেয়ের অনৈতিক সম্পর্ক ছিল।
ফরিদা বেগম আরও জানান, আমার নাতিকে তারা নির্মমভাবে হত্যা করেছে। তারা তাকে (কাউসার) বৈদ্যুতিক শর্ট, ব্লেড দিয়ে খুচিয়ে, পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে। পুলিশের সামনেই সে (হামিদা) সব স্বীকার করেছে। এদিকে এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন নিহতের বাবা কামাল ভুঁইয়া। তিনি ঘটনার পরদিন সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওই সিএনজি চালক করিমের সঙ্গে আমার স্ত্রীর আচরণে অনেক আগেই সন্দেহ হয়েছিল। কিছু বললে বলতেন আত্মীয়। আমি ওর ওপর কঠোর হতে পারিনি, কারণ ছেলে সন্তানের মান-সম্মানের কথা ভেবে চুপ থেকেছি। কিন্তু শেষ পর্যন্ত সে আমার একমাত্র সন্তানকে হত্যা করল। সে মা হয়ে কেমনে সন্তানকে খুন করতে পারে? আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, নিহতের নানী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
