নকলায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন দপ্তর-অধিদপ্তরাধিন সরকারি উন্নয়নমূলক চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ভূমি অফিস, গুচ্ছগ্রাম প্রকল্প, চলমান ২টি উন্নয়ন প্রকল্প, জানকীপুর কমিউনিটি ক্লিনিক এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপহার দেওয়া এক ভিক্ষুকের মুদি দোকানসহ উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।ভূমি অফিস পরিদর্শনের সময় সেবা গ্রহিতাদের সঙ্গে, গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শেনের সময় সুবিধাভোগী পরিবারের সদস্যদের সাথে, উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টজনের সাথে, কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে আলাপ করে তাদের মতামত সংগ্রহ করেন। পরিদর্শন পূর্বক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।