ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারে হস্তান্তর
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক আরও ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তরর করেছে বিএসএফ। গত বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জনকে হস্তান্তর করা হয়। এরপর রাতেই হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর থানা হেফাজতে দেয় বিজিবি।
বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করে। পরদিন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের জিরোপয়েন্টে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবির একটি টহলদল ওই রাতেই আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিুকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৮ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
