মাইক্রোবাস চাপায় কৃষক নিহত

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মাইক্রোবাসের চাপায় পরেশ বালা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে কংশুর বাসস্ট্যান্ড এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পারাপার হচ্ছিলেন কৃষক পরেশ।

এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।