ভোলায় সাত দিনে ৪৬ জেলের কারাদণ্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের অভিযান চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নেতৃত্বে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত শুক্রবার রাতে দুটি পৃথক অভিযানে ৭ হাজার ১৯৭ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, প্রতিদিন জেলার সাত উপজেলার মেঘানা ও তেতুলিয়া নদীতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মা ইলিশ রক্ষা অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞার ৭ দিনে পুরো জেলায় ১৫২টি অভিযান পরিচালিত হয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪৬ জন জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া ৫৪১০ মেট্রিক টন ইলিশ ও ৭ হাজার ১৯৭ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

প্রতিদিন সাত উপজেলার মৎস্য বিভাগ থেকে ৯টি টিম অভিযান পরিচালনা করছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।