বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫০ জন ছানি রোগী সফল অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছেন। তাদের মধ্যে ২৩৫ জন নারী এবং ২১৫ জন পুরুষ। এই চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মানবিক এই কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল শনিবার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকায় বিনামূল্যে চশমা বিতরণ এবং অপারেশন হওয়া রোগীদের ফলোআপের ব্যবস্থা করা হয়। ছানি অপারেশন পরবর্তী সর্বশেষ ধাপের ৫৬ জন রোগীকে এই দিন চশমা দেওয়া হয়।