মেঘনায় জেলেদের হামলায় এডিসিসহ আহত ১২

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), এসিল্যান্ড ও কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে ভোলার চরসীমানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযানকারী দল ২৭ জন জেলেকে আটক করেছে।

এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, এবং ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ও স্পিডবোট চালক জহিরুল ইসলামসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিকালের দিকে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় মা ইলিশ রক্ষা অভিযান চালায় মৎস্য বিভাগ।

অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলা এলাকায় অভিযান শেষে ভোলার চরসীমানা এলাকায় পৌঁছালে হঠাৎ একদল জেলে তাদের ওপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে অভিযানে থাকা এডিসি, এসিল্যান্ড ও কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়। এ সময় অভিযান দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিয়ে ২৭ জন জেলেকে আটক করেন। তারা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বরিশাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ বলেন, এ ঘটনায় অভিযুক্ত জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।