বিএডিসির ছিনতাই হওয়া সার উদ্ধার

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে ছিনতাই হওয়া সরকারি বিএডিসির ড্যাপ সার উদ্ধার হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা থানা নৌ-পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে এসব সার উদ্ধার করে। জানা যায়, সরকারি ৬,৩৪০ বস্তা ড্যাপ সারবোঝাই একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জের সরকারি গুদামে যাচ্ছিল। পথে রায়পুরা এলাকায় দুর্বৃত্তরা ছয় নাবিককে বেঁধে ফেলে নদীর তীরে ফেলে দিয়ে কার্গোটি ছিনতাই করে নিয়ে যায়।

পরে নারুই, শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব সার বিক্রির সময় নৌ-পুলিশ অভিযান চালিয়ে কার্গোসহ সার জব্দ করে। এরইমধ্যে প্রায় ১,৪০০ বস্তা আনলোড করা হয়েছিল এরমধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ ও নোয়াগাঁও বাজারে সরকারি ডিলার মো. বোরহান উদ্দিনের গোডাউনে ৪০০ বস্তা সার পাওয়া যায়। সরকারি ডিলার বোরহান উদ্দিন বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার গোডাউনের চাবি তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে, হয়তো আমাকে ফাঁসাতে এসব করা হয়েছে।