গোপালগঞ্জে অবৈধ ইটের বাঁধ অপসারণ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কান্দি ইউনিয়নের লেবুবাড়ী গ্রামে অবৈধ ইটের বাঁধ অপসারণ করেছে প্রশাসন। গতকাল রোববার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, স্থানীয় থানার পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

সরকারি ব্রিজের নিচে মৎস্য প্রকল্পের নামে স্থায়ীভাবে নির্মিত ওই ইটের বাঁধ দীর্ঘদিন ধরে পানি চলাচলে বাধা সৃষ্টি করছিল। এতে আশপাশের প্রায় ৫০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছিল।

অবশেষে প্রশাসনের উদ্যোগে বাঁধটি অপসারণ করায় এখন পানি চলাচল স্বাভাবিক হয়েছে।